জুমবাংলা ডেস্ক : বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকার মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করল।
প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের সই করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী এসব সাংবাদিক বা ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তরের ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।
সচিবালয়ের নিরাপত্তা শাখার উপসচিব, উপপুলিশ কমিশনার ও সচিবালয়ের তিন গেটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পিাদক। এছাড়া যাদের কার্ড বাতিল করা হয়েছে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করা হয়।
তৃতীয় দফায় যে ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের তালিকা দেখুন এখানে-
List Of 118 Journalists Whose Press Accreditation Cards Are Void 10-11-2024
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।