জুমবাংলা ডেস্ক : দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলার আলোচিত রিফাত শরীফ হ ত্যা মামলার অভিযুক্ত ২৪ নম্বর আসামি শিশু আরিয়ান হোসেন শ্রাবণকে জামিন দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান জামিনের এই আদেশ দেন। এদিন আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের শ্রাবণের জামিনের প্রার্থনা করেন।
গোলাম মোস্তফা কাদের আদালতকে বলেন, ‘আসামি একজন শিশু। তার বয়স ১৬ বছর। সে দশম শ্রেণির ছাত্র। সে অপরাধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পুলিশ ১৯ বছর দেখিয়ে তাকে চালান দিয়েছে এবং প্রাপ্ত বয়স্ক আসামিদের সঙ্গে কারাগারে রাখার কারণে আরিয়ান শ্রাবণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ সময় রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব দাস।
তবে কোন শর্তে তাকে জামিন প্রদান করা হয়েছে প্রথমে তা জানা না জানা গেলেও, জামিনের পর পরই জানা যায়, গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে তাকে আদালত জামিন দিয়েছেন।
এর আগে জামিনে মুক্তি পান মিন্নি।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে দুর্বৃত্তরা মি ন্নির স্বামী রিফাত শরীফকে প্রকাশ্যে কু’পিয়ে গুরুতর আহত করেন। ওইদিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান মি ন্নির স্বামী। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হ’ত্যা মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।