স্পোর্টস ডেস্ক: নারী হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে তৃতীয়বারের মতো শিরোপাজয়ের স্বপ্ন ভেস্তে গেল আর্জেন্টিনার।
রবিবার (১৭ জুলাই) রাতে ম্যাচটিতে ৩-১ ব্যবধানে জিতে নবমবারের মতো হকি বিশ্বকাপ নিজেদের করে নিল ডাচ মেয়েরা।
স্পেনের তেরেসায় ম্যাচের প্রথম মিনিটেই ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কন্তিু গোল করতে ব্যর্থ হয় দলটি। উল্টো দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা। ৩৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফেলিস আলবারস। ৪৬তম মিনিটে আর্জেন্টিনার হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন অগাস্টিনা গোরজেলানি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। এছাড়া ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অগাস্টিনা গোরজেলানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।