স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের সাক্ষী হলো কাতারের লুসাইল স্টেডিয়াম। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।
ম্যাচ শুরু আগে ফুটবলপ্রেমীদের ধারণা ছিল বড় ব্যবধানে জয় পাবে আর্জেন্টিনা। আর এতে বড় অবদান থাকবে মেসির। কিন্তু ফুটবল ভক্তদের হতাশ করল আকাশি-নীল জার্সিধারীরা।
আর্জেন্টাইনদের এ পরাজয়ে হতাশ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। তবে এ আর্জেন্টাইন সমর্থকের আশা পরে ম্যাচে ঘুরে দাঁড়াবে লিওনেল স্কালোনির দল।
যদিও মাশরাফি মনে করছেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এ দলকেই সাপোর্ট করে যেতে হবে। খেলায় অঘটন ঘটে।
মাশরাফির দাবি, আর্জেন্টিনা কখনও অন্যদের মতো কামব্যাক করতে পারে না, তা আরও একবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারণেই তাদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ব্রেনের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সঙ্গেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।
মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। পেনাল্টি থেকে সহজ গোলে দলকে এগিয়ে দেন মেসি। এর মধ্যে অফসাইডের ফাঁদে তিনটি গোল বাতিল হওয়ায় ১-০ গোল ব্যবধানে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা।
দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে ৪-৪-১-১ এ দলকে খেলান আরবিয়ান কোচ। আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেন দলকেও। মাঠে নেমেই আক্রমণের ধার বাড়ায় সৌদিয়ানরা। বিরতির পর মাঠে নেমেই ৩ মিনিটের মধ্যে গোল আদায় করে নেয় তারা। ৪৮তম মিনিটে প্রথম গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরে সৌদি আরব। এর ৫ মিনিট পর দর্শনীয় আরেক গোলে সবুজ জার্সিধারীরা লিড নেয় আর্জেন্টিনার বিপক্ষে।
ম্যাচের বাকি সময় ডিফেন্সে নিজেদের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সৌদি আরব। সৌদির হয়ে গোল করেছেন স্ট্রাইকার সালেম আল সেহরি ও উইঙ্গার সালেম আল দাউসারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।