স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশ। প্রতিদিন প্রিয় দলের সাপোর্টররা নানান কর্মসূচিতে ব্যস্ত। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা।
শনিবার (৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জে নিজের চুল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন মো. তুহিন নামের এক সাপোর্টার।
তিনি সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারের বাসিন্দা।
জানা যায়, ছোট বেলা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছেন। গত ৪ বিশ্বকাপ ধরে রং তুলি দিয়ে নিজেকে আর্জেন্টিনার পতাকার রঙে এভাবে সাজিয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ সবাইকে অবাক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।