স্পোর্টস ডেস্ক : তরুণ পেস তুর্কি থেকে রাতারাতি ভিলেনে পরিণত হয়েছেন ২৪ বছরের ভারতীয় তারকা আর্শদীপ সিং। এশিয়া কাপে গত রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলে তিনি এখন বিপদে। সোশ্যাল সাইটে তাকে পরাজয়ের ভিলেন বানানো হচ্ছে। যাচ্ছেতাই ভাষায় চলছে আক্রমণ।
এবার আর্শদীপের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী গুরুমিত সিং এবং সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী গুরমিত সিং ঘটনা শোনার পর আর্শদীপের মাকে ফোন করে কথা বলেন। তিনি বলেন, ‘ডেথ ওভারে যাকে বল করতে পাঠানো হয়, তার প্রতি অধিনায়কের অগাধ আস্থা আছে। কিন্তু প্রত্যেকের জীবনে ভালো দিনের মতো খারাপ দিনও আসে। প্রায় প্রত্যেক ম্যাচে সে ভালো করছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আপনার সঙ্গে আমিও থাকব। আর্শদীপ ভারতের গর্ব।’
আর্শদীপকে সমর্থন দিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বিরাট কোহলি বলেছেন, ‘যে কেউ ভুল করতে পারে। হাই প্রেসার ম্যাচ ছিল, ভুল হয় অনেক সময়।’
আর্শদীপ বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও। তিনি বলেছেন, ‘মনে রাখবেন খেলতে নেমে আমরাও ভুল করি, আমরা মানুষ। একটা ভুলের জন্য কাউকে এভাবে হেনস্তা করবেন না।’
ছেলের সমালোচনায় মুখ খুলেছেন আর্শদীপের মা। তিনি বলেন, ‘বিরাট কোহলিরও খারাপ সময় যাচ্ছিল। সবে ফর্মে ফিরলেন। আমি ওকে (আর্শদীপ) বলেছি কাপ নিয়েই ফিরবি। ’ জবাবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী আর্শের মাকে বলেন, ‘আপনি ছেলেকে খেলায় মন দিতে বলুন। (ফাইনাল) জিতে ফিরবে যখন, তখন আমরা ওকে হৈচৈ করে বিমানবন্দর থেকে আনব।’
আর্শদীপের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্ট করেছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি লিখেছেন, ‘ক্যাচ ফেলার জন্য যেভাবে কটাক্ষ করা হচ্ছে আর্শদীপকে, তা দুর্ভাগ্যজনক। খেলায় এমন হয়েই থাকে, বিশেষত চাপের পরিস্থিতিতে। আমাদের উচিত, খেলার জগতের হিরোদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দেওয়া।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।