জুমবাংলা ডেস্ক : মানুষের ভেতর আল্লাহভীতি ও মানবিক মূল্যবোধ না থাকায় তারা ক্রমেই অপরাধপ্রবণ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনাকালে চরমোনাই পীর এসব কথা বলেন।
দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বৈশ্বিক মহামারির মধ্যেও মানুষের ভেতর তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, অপহরণ, ধর্ষণ আগের মতোই চলছে। মানুষের মধ্যে কোনো অনুতপ্ত, অনুশোচনা নেই। এ জন্য প্রয়োজন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা।
মুফতি রেজাউল করীম বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টি। একজন মানুষের মধ্যে উদারতা, সর্বজনীনতা, মানবতা, মানবিক ও সাম্যভিত্তিক গুণগুলো থাকা প্রয়োজন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। বিশ্বাস, আমল-আখলাক, আচার-ব্যবহার, জীবনধারণ, জীবন-মনন, শাসনপদ্ধতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি জীবনের সর্বক্ষেত্রে সুস্পষ্ট ঐশী বিধান ও মহানবী (সা.)-এর সর্বোত্তম জীবনাদর্শ অনুযায়ী ইসলামকে অনুসরণ করা।
তিনি বলেন, ইসলামের সব ব্যবস্থা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। কোনো মুসলমানের মধ্যে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, তিরস্কার, ঘৃণা, জুলুম, অপবাদ দেওয়া, পরনিন্দা, অহংকার, কুচিন্তা, কুধারণা এবং কারো ক্ষতি করার মানসিকতা থাকতে পারে না। মুসলমানের জীবন মানুষের জন্য নিবেদিত। মুসলমান পারস্পরিক দয়া, সহানুভূতি এবং সম্প্রীতির মধ্যে দেখতে পাবে। মুসলমানের দৃষ্টিভঙ্গি শুভ ও কল্যাণ দ্বারা পরিপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।