জুমবাংলা ডেস্ক : করোনাকালীন সরকারি নির্দেশনা না মেনে মানুষের সমাগম ঘটিয়ে বিয়ের আয়োজন করায় সিলেট নগরীর তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকাল ৪ টায় নগরীর নগরীর সোবহানীঘাট এলাকার হোটেল ভ্যালি গার্ডেনে প্রথম অভিযান চালিয়ে হোটেল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও উপশহরের ‘বে-লিফ রেস্টুরেন্টকে’ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অধিক মানুষ নিয়ে এসব হোটেল-রেস্টুরেন্টে বিয়ের আয়োজন করা হচ্ছিলো। খবর পেয়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।