স্পোর্টস ডেস্ক: ভারতের মারকুটে ব্যাটসম্যানদের একজন বীরেন্দ্র শেওয়াগ। তার চার-ছক্কার ফুলঝুড়ির গল্প এখনও মানুষের মুখে মুখে। দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন।
নিজের বিয়ে নিয়ে শেওয়াগ জানালেন নতুন এক গল্প। জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন কিংবদন্তি এ ক্রিকেটার। সেখানেই জানিয়েছেন সংসার পাতা ছাড়াও আরও একটি কারণে বিয়ে করেছিলেন। কেন বিয়ে করেছিলেন বীরেন্দ্র শেওয়াগ? জানালেন, ইংরেজি শেখার জন্যই বিয়ে করেছিলেন তিনি।
কপিল শর্মার শোতে শেওয়াগের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন আরেক সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
শেওয়াগ এর আগেও এই শোতে অংশগ্রহণ করেছিলেন। কপিল শর্মা শেওয়াগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, ‘আগের বার আমার শোতে এসে বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্যই বিয়ে করেছিলে।’ শেওয়াগ বলেন, ‘হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভাল হবে। এই তালিকায় কপিল দেবকেও যুক্ত করা যেতে পারে।’
কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। শেওয়াগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছুদিন আগেই তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।
এক সময়ের দুই সতীর্থ একত্র হলে ভারতীয় দলের বেশ কিছু পুরনো কথা তো উঠে আসবেই। স্মৃতিকাতর কাইফ জানান, একটি সিরিজে শেওয়াগকে বাদ দিয়ে তাকে এবং যুবরাজকে দলে নেওয়া হয়েছিল। সেই সময় শেওয়াগ বাকিদের খোঁটা দিতেন গান গেয়ে। তিনি গাইতেন, ‘কায়েসে কায়েসে কো দিয়া হে, অ্যাসে ওয়েসে কো দিয়া হে। হাম কো ভি তো লিফট করা দে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।