আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গতকাল শুক্রবার (৬ মে) জানিয়েছেন, তিনি রাশিয়ানদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাবেন তখনই যখন রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেবে। খবর বিবিসি’র।
বর্তমানে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বিষয়টি থমকে আছে।
বিবিসি’র সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, ‘নূন্যতম’ কোন ছাড়টি দিলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করবেন তিনি।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ২৩ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা যেখানে ছিল সেখানে যদি তারা চলে যায় তাহলে শান্তি চুক্তি হবে।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করে ২৪ ফেব্রুয়ারি। এরপর তারা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে ফেলে।
জেলেনস্কি জানিয়েছেন, এজন্য কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এখনো ইউক্রেনের দরজা খোলা আছে।
এদিকে জেলেনস্কি শান্তি আলোচনার জন্য তার শর্তে স্পষ্টভাবে ক্রিমিয়ার কথা উল্লেখ করেননি।
২০১৪ সালে এমনই কথিত অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রুশ বাহিনী।
কিন্তু তিনি বলেছেন, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারির পর যেসব স্থান রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিলেই শান্তি আলোচনা হবে।
এর মাধ্যমে কী ইঙ্গিত দিলেন জেলেনস্কি?
বিবিসি জানিয়েছে, এর মাধ্যমে শান্তি চুক্তির জন্য জেলেনস্কি হয়ত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
তাছাড়া রাশিয়া ২০১৪ সাল থেকে দোনবাসের লুহানেস্ক ও দোনেৎস্কও দখল করে রেখেছে। জেলেনস্কির এমন ছাড় দেওয়ার ইচ্ছা এ দুটি অঞ্চলের জন্য কি অর্থ বহন করছে তাও পরিস্কার না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।