জুমবাংলা ডেস্ক : নাটোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে টিসিবির পণ্য বিতরণ করার সময় পরিষদ প্রাঙ্গণ থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান নুরুজ্জামান কালু ও স্থানীয়রা জানায়, রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়। উদ্বোধন ও সুষ্ঠু বণ্টনের জন্য চেয়ারম্যান নুরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। ওই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেন। পরে চেয়ারম্যান নিজের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ত্যাগ করেন।
চেয়ারম্যান নুরুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তি রক্ষার্থে ঘটনার পরপরই তিনি বাসায় চলে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে বা এমন কোনো ঘটনা সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।