কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
আজ (৯ অক্টোবর) কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
স্থানীয় এই সংসদ সদস্য বলেন, ‘আগামী ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য নির্বাচিত করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘কিশোরগঞ্জ ও সৈয়দপুর জাতীয় পার্টির দূর্গ ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল যাকে মনোনয়ন দিবে সব ভেদাভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রেজাউল আলম স্বপনের সভাপতি অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহান চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ, জাতীয় পার্টির বড়ভিটা ইউপি সভাপতি ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলার রহমান, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক মোঃ মজিদুল ইসলাম মিন্টু, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা যুব সমাজের আহ্বায়ক তারিকুল ইসলাম তারিক এবং উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোশারফ হোসেন চিলু।
এর আগে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমানের হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।