আন্তর্জাতিক ফুটবলে জমজমাট ম্যাচ পুরো বছরে মাত্র কয়েকবার উপভোগ করার সুযোগ হয়। এমনই এক ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউরো ২০২৪ সালের সেমিফাইনালে দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স এবং স্পেন আজ বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে। উভয় দল নিজেদের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
এবারের ইউরোতে সবথেকে চমৎকার ফুটবল উপহার দিতে পেরেছে স্পেন দল। তারা বেশ আক্রমণাত্নক ফুটবল খেলছে এবং প্রতিপক্ষকে ব্যস্ত থাকতে বাধ্য করছে। এবারেরে ইউরোতে স্পেনের মতো আর অন্য কোন দল এত আক্রমণে উঠতে পারেনি।
এমনকি কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে তারা ২-১ গোলে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। স্পেনের নান্দনিক ফুটবল সবার প্রশংসা অর্জন করেছে। দলে ফাবিয়ান রুইজ, দানি অলমো, লামিনে ইয়ামাল, রদ্রি ও ডিফেন্ডার হিসেবে লাপোর্তে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন।
অন্যদিকে ফ্রান্স সবাইকে হতাশ করেছে। তাদের বোরিং ফুটবল একেবারে মন ভরাতে পারেনি সমর্থকদের। কেউ ভাবেনি এরকম স্লো ফুটবল খেলে ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত আসতে পারবে। ফ্রান্সের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং গ্রিজম্যান ফর্মে না থাকায় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তবে যেকোন পরিস্থিতিতে ফ্রান্স অবশ্যই ফুটবল দুনিয়ায় শক্ত প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে জয় পাবার জন্য তাদের পেনাল্টি শুট-আউট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে ফ্রান্সের রক্ষণভাগ এত শক্তিশালী যে তা ভেদ করা স্পেনের জন্য কষ্টসাধ্য হবে।
ফ্রান্স এবং স্পেনের মধ্যে আজকের সেমিফাইনাল ম্যাচটি উপভোগ্য হবে তার বলার অপেক্ষা রাখে না। উভয় দল একে অপরকে চ্যালেঞ্জ জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা উভয়ই ফাইনালে জায়গা পাওয়ার জন্য লড়াই করে যাবে। এ ম্যাচ কে জয়ী হবে তা ভবিষ্যৎবাণী করা সত্যিই কঠিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।