স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শনিবার তাঁর ছোটোবেলার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করছেন। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ছোটোবেলায় বিরাট কোহলির কোনও বাছবিচার ছিল না। গোগ্রাসে খাবার মুখে তুললেও বিরাট কোহলির মুখে সেই চিরপরিচিত হাসিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি যেন খাচ্ছেন না, খাবারটা উপভোগ করছেন।
তবে সবথেকে মজার ব্যাপার এই ছবির সঙ্গে বিরাট কোহলি একটি হাস্যকর ক্যাপশনও যোগ করেছেন। সেখানে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা গোপন বার্তাও দিয়েছেন।
বিরাট কোহলি লিখেছেন, ‘খাও পিও অ্যাশ করো মিত্রো, দিল পর কিসে দা দুখায়ো নো।’ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নিজের জীবনটাকে ভরপুর উপভোগ করো। কিন্তু কখনই কাউকে আঘাত দিও না।
অনেকদিন পরে আবারও নিজের পুরনো ফর্ম ফেরত পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ৩৩ বছর বয়সি এই তারকা ব্য়াটার। ২০২২ সাল শুরু হওয়া থেকে বিরাট কোহলি যেন কিছুতেই রান করতে পারছিলেন না। এরপর তিনি একমাসের সাময়িক একটা বিরতি নিয়েছিলেন। তারপর ফিরে আসতে না আসতেই তিনি কামাল দেখাতে শুরু করেন।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিরাট কোহলি শুধুমাত্র নিজের ফর্মেই প্রত্যাবর্তন করেননি, বরং সঠিক সময়ে অর্থাৎ টি-২০ বিশ্বকাপের ঠিক আহে তিনি আবারও সেটা ফিরে পেয়েছেন।
চলতি এশিয়া কাপে নিজের সেই হারানো ফর্ম আবারও ফিরে পেয়েছেন বিরাট কোহলি। এমনকী, তিনি শতরানের খরাও কাটিয়ে ফেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডে ভারতের শেষ ম্যাচে মাত্র ৫৩ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে দুর্দান্ত একটি শতরান। আর শেষপর্যন্ত ৬১ বলে ১২২ রান করে তিনি অপরাজিত থাকেন। বিরাটের শতরানের দৌলতেই গত বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে ১০১ রানে জয়লাভ করেছে। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট। এই সেঞ্চুরির জন্য তাঁকে ১,০১৯ দিন অপেক্ষা করতে হয়েছে।
শনিবার বিরাটের প্রশংসা করতে গিয়ে সৌরভ বললেন, ‘একজন ক্রিকেটারের দক্ষতার বিচারে এই তুলনা করা উচিত। আমি মনে করি যে আমার থেকে বিরাট কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার। আমরা ভিন্ন প্রজন্মে ক্রিকেট খেলেছি। তবে আমরা দুজনেই প্রচুর ক্রিকেট খেলেছি। আমি আমার প্রজন্মে খেলেছি। ও এই প্রজন্মে খেলে যাচ্ছে। মনে করি, আমি যতগুলো ম্যাচ খেলেছি, বিরাট তার থেকে অনেক বেশিই ম্যাচ খেলবে। এখনও পর্যন্ত বিরাট যতগুলো ম্যাচ খেলেছে, আমি তার থেকে অনেক বেশি ম্যাচই খেলেছি। কিন্তু, আশা করছি ও আমাকেও টপকে যাবে। ও একজন অসাধারণ ক্রিকেটার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।