আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় প্লেন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (২৯ ডিসেম্বর) এসব হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি সুরক্ষা সূত্র। এসব হামলায় শুধুমাত্র ইরাকে নিহত হয়েছে ২৫ জন এবং আহত হয়েছে আরও ৫০ জন। নিহতের সকলেই ইরান সমর্থিত খতিব হিজবুল্লাহ গ্রুপের বলে জানিয়েছে তারা।
আর খতিব হিজবুল্লাহকে আগে থেকেই জঙ্গি সংগঠন হিসেবে দেখে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার ইরাকের কিরকুক শহরে মার্কিন বেসে রকেট হামলা করা হয়। আর এতে মারা যায় এক মার্কিন নাগরিক। যার প্রেক্ষিতে এসব হামলা কর হচ্ছে বলে পেন্টাগন থেকে জানানো হয়।
রবিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করে বলেন, যদি আমেরিকার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইরানের অবস্থা খারাপের দিকে যাবে।
আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার সাংবাদিকদের জানান, খতিব হিজবুল্লার পাঁচটি বেসকে লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে। আর এতে ব্যবহার করা হয়েছে এফ-১৫ ফাইটার জেট প্লেন।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকে জানানো হয়, হামলার মধ্যে তিনিটি ইরাকের পশ্চিমাঞ্চলে ও দুটি সিরিয়ার পূর্বাঞ্চলে। ইরাকি সূত্র জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলের শহর আল-কায়মে খতিব হিজবুল্লার সদর দফতরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে সংগঠনটির চারজন কমান্ডো নিহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।