আন্তর্জাতিক ডেস্ক: ইরান অতীতের মতোই সবসময় সিরিয়া সরকার এবং জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ। খবর পার্সটুডে’র।
সিরিয়া সফররত সাইদ খাতিবজাদে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে বলেন, তার দেশ অতীতের মতোই অর্থনৈতিক পুনর্গঠন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সিরিয়া সরকার এবং জনগণের পাশে থাকবে। মুখপাত্র খাতিবজাদে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এসময় তিনি সাংস্কৃতিক এবং গণমাধ্যমর ক্ষেত্রে ইরান এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখপাত্র খাতিবজাদে সাংস্কৃতিক ও গণমাধ্যমের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপদেষ্টা বাসিন শাবানের সঙ্গেও বৈঠকে মিলিত হন। সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে খাতিবজাদে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আরো বলেন, সিরিয়ার জনগণ শক্ত প্রতিরোধ গড়ে তোলার কারণেই উগ্রগোষ্ঠীগুলো পরাজিত হয়েছে।
সিরিয়ার সরকারের পাশে ইরান যেভাবে দাঁড়িয়েছে তা সিরিযার জনগণ কখনোই ভুলবে না বলে মুখপাত্র খাতিবজাদের সঙ্গে বৈঠকে সিরিয়ার কর্মকর্তারা জোর দিয়ে উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।