আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিজ্ঞান উপমন্ত্রী ওয়াহিদ হাদ্দাদি-আসল বলেছেন, ৪০ হাজারেরও বেশি আফগান শিক্ষার্থী বর্তমানে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে।
ইরানে আফগান শিক্ষার্থীদের ভর্তির কোনো সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন তিনি। হাদ্দাদি-আসলকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আইএসএনএ এই খবর জানিয়েছে।
তিনি বলেন, দেশে প্রবেশকারী প্রত্যেক বিদেশী শিক্ষার্থীর অবশ্যই পাসপোর্ট বা একটি সরকারি পরিচয়পত্র থাকতে হবে। বিজ্ঞান মন্ত্রণালয় ঘোষণা করেছে, যদি এই নথিগুলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত না হয় তবে বিদেশী শিক্ষার্থীদের জন্য পড়াশোনা করা সম্ভব নয়।
অনেক আফগান শিক্ষার্থী ইরানে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী বলে জানান আন্তর্জাতিক বিষয়ক বিজ্ঞান উপমন্ত্রী।
সূত্র: তেহরান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।