
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন ও ভাতা প্যাকেজ অনুমোদন পেয়েছেন, যার মূল্য প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই চুক্তি এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ করপোরেট বেতন প্যাকেজগুলোর মধ্যে অন্যতম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের ৭৫% ভোটে মাস্কের এই বিশাল প্যাকেজ অনুমোদিত হয়। তবে সম্পূর্ণ প্যাকেজ পাওয়ার শর্ত রয়েছে—আগামী ১০ বছরে টেসলারকে রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত ১০ লাখ স্বয়ংক্রিয় গাড়ি চালু করতে হবে এবং কোম্পানির বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত করতে হবে।
সভায় সিদ্ধান্ত ঘোষণার পর মঞ্চে উঠে আনন্দে নাচেন মাস্ক। তিনি বলেন, “আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় শুরু করছি না, বরং একটি সম্পূর্ণ নতুন বই খুলতে যাচ্ছি।”
নতুন প্রকল্প ও লক্ষ্য
ইলন মাস্ক সভায় টেসলার কয়েকটি বড় পরিকল্পনা ঘোষণা করেন—
‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্প
স্টিয়ারিংহীন দুই সিটের ‘সাইবারক্যাব’ রোবোট্যাক্সি (উৎপাদন শুরু এপ্রিল থেকে)
নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিপ উৎপাদনের নিজস্ব কারখানা
ইন্টেলের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন
আগামী এক দশকে মাস্কের লক্ষ্য—
বছরে ২ কোটি গাড়ি উৎপাদন,
১০ লাখ রোবোট্যাক্সি চালু,
১০ লাখ রোবট বিক্রি,
এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন।
প্রতিটি লক্ষ্য পূরণে তিনি টেসলার ১% শেয়ার পাবেন; সব লক্ষ্য অর্জিত হলে মাস্ক কোম্পানির ১২% মালিকানা অর্জন করবেন—যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।
নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (CalPERS) এই প্যাকেজের বিরোধিতা করেছে। তাদের মতে, এটি সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থের পরিপন্থি।
অন্যদিকে, টেসলা বোর্ডের দাবি,“ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়।”
এর আগে ডেলাওয়্যার আদালত মাস্কের পুরনো বেতন পরিকল্পনা বাতিল করেছিল। পরে টেসলা তাদের নিবন্ধন টেক্সাসে স্থানান্তর করে নতুন ভোট আয়োজন করে।
তদন্ত চলমান থাকা সত্ত্বেও গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য ৬০% বৃদ্ধি পেয়েছে—যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



