সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) : নারীদের জরায়ুরমুখে ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিং করে জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়েছে হরিরামপুর স্বাস্থ্য বিভাগ।
গত ২ নভেম্বর ২০২২ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি)’ প্রকল্পের আওতায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিচালিত ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রতিরোধ কর্মসূচি’ পর্যালোচনার তথ্য ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের মধ্যে নারীদের জরায়ুরমুখে ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিং করে হরিরামপুর স্বাস্থ্য বিভাগ শ্রেষ্ঠ হওয়াই গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপির নিকট থেকে পুরষ্কার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার হাফিজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বলিষ্ঠ নেতৃত্ব ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপণায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার অবস্থান থেকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগকে দেশের শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছিলাম শুরু থেকেই। মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল এই পুরুষ্কার। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই দেশকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।