নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিএনপির সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।

দীর্ঘদিন তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক জীবনের এই নতুন অধ্যায় সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রফিকুল বাসেত জানান, দীর্ঘ সময় আত্মসমালোচনা ও গভীর চিন্তা-ভাবনার পর তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
রফিকুল বাসেত আরও উল্লেখ করেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। অতীত রাজনৈতিক জীবনে কোনো ভুল বা সীমাবদ্ধতা থেকে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার জন্য সবার দোয়া কামনা করেন।
এ সময় গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হোসেন আলী বলেন, দলীয় নীতি ও আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে রফিকুল বাসেত আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, যা সংগঠনের জন্য একটি ইতিবাচক সংযোজন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড আমির মাওলানা ওবাইদুল হক, স্থানীয় নেতা আব্দুল মালেক আকন্দসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


