স্পোর্টস ডেস্ক : কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ইয়েমেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এই হারে সেরা ছয় রানার্স আপ হয়ে মূল পর্বে যাওয়া কঠিন হয়ে দাঁড়াল বাংলাদেশের। গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত ইয়েমেনের।
১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ছয় রানার্স আপ পাবে মূল পর্বে খেলার টিকেট।
‘ই’ গ্রুপে রানার্স আপ হলেও সেরা ছয় রানার্সআপ হওয়া বাংলাদেশের জন্য কঠিনই বলা যায়। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে বাছাই শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায়।
‘আই’ গ্রুপে থেকে তিমুর-লেস্তে এবং ‘জে’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ায় বাইলজে এসেছে পরিবর্তন। পাঁচ ও চার দল নিয়ে হওয়া গ্রুপগুলোর সেরা তিন দলের মধ্যকার ফল বিবেচিত হবে সেরা ছয় রানার্সআপ নির্ধারণের ক্ষেত্রে। সেক্ষেত্রে ‘ই’ গ্রুপে চতুর্থ হওয়া ভুটানের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয় বিবেচিত হবে না। এর বাইরে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের জয় এবং ইয়েমেনের কাছে হারের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্মলির দল। গোল পার্থক্যের হিসেবও বাংলাদেশের (-৩) পক্ষে নেই। কাগজে-কলমে টিকে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত মূল পর্বের টিকেট পাবে কিনা, তা জানা যাবে বাকি গ্রুপের সব ম্যাচ শেষে।
আগের দুই ম্যাচে সুন্দর ফুটবল উপহার দেওয়া ইয়েমেনের বিপক্ষে শুরুর ২০ মিনিট পাল্লা দিয়ে খেলতে থাকা বাংলাদেশ পথ হারায় ২২তম মিনিটে। নিজেদের বক্সে চন্দন রায় অহেতুক ফাউল করে বসেন আব্দুল রহমান আব্দুল্লাহকে। পেনাল্টি পায় ইয়েমেন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন আনোয়ার হোসেন আল তুরাইকি।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ইয়েমেন। ডান দিক থেকে আসা ক্রস গোলরক্ষক সোহানুর রহমান সোহান আটকানোর পর ডিফেন্ডাররাও পারেননি পুরোপুরি বিপদমুক্ত করতে। বক্সের ঠিক উপর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ওয়াহিব নোমান। চার মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। থ্রো ইনের পর সতীর্থের হেড পাসে বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে নাজিম উদ্দিন স্লাইড করেও নাগাল পাননি।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোছালো আক্রমণ থেকে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে ইয়েমেন। তিন সতীর্থের পা ঘুরে বল পেয়ে কাছের পোস্ট দিয়েই লক্ষ্যভেদ করেন আদেল আব্বাস কাশেম। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ কিন্তু পারেনি একটি গোলও করতে। উলটো ৭৮তম মিনিটে আমির আল বিরুনির গোল বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে।
সর্বোচ্চ বেতনধারী ফুটবলার এমবাপ্পে, যত বেতন পান মেসি-রোনালদো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।