স্পোর্টস ডেস্ক: সারা বছর ব্যাটে-বলের ব্যস্ততা ফেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে। এবার নিজ জেলা মাগুরাতে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ঈদের দিনেও ক্রিকেট খেলে সময় উপভোগ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফিরে গেলেন একেবারে শৈশবে।
নামাজ পড়ে ঈদগাহ মাঠ থেকে ফেরারপথেই দেখেন স্থানীয় কিছু ছেলে-মেয়ে টেপ টেনিসে ক্রিকেট খেলছে। পাড়া-মহল্লায় যেমন ক্রিকেট হয়ে থাকে সাধারণত। পুরো ক্রিকেট বিশ্ব মাতানো সাকিব পারলেন না লোভ সামলাতে। গাছের সারির মাঝে ধুলো মাঠে নেমে পড়েন ব্যাটিং করতে। শৈশবে এমন মাঠে কতোই না খেলেছেন তিনি। আর ক্রিকেট বিশ্ব মাতানো এই ক্রিকেটারের ধুলোর মাঠে খেলার ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়।
শুরু থেকে গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রে স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে এবারের ঈদ কাটাবেন সাকিব। তবে শেষ পর্যন্ত ঈদ কাটাতে মাগুরাতে যান তিনি। মাগুরা শহরের নোমানী ময়দানে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।