বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক সপ্তাহ আগে চীনের বাজারে রগ ম্যাজিক এক্স গেমিং ল্যাপটপ উন্মুক্ত করে আসুস। এতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও আরটিএক্স ৩০৮০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ছিল। সম্প্রতি বাজারে আরো একটি ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ১৬৫ হার্টজের গেম রেডি রিফ্রেশ রেট ও আরটিএক্স ৩০৬০ জিপিইউ নিয়ে রগ ম্যাজিক ১৬ বাজারে আনা হয়েছে।
আসুস রগ ম্যাজিক ১৬ ২০২২ এডিশনের ল্যাপটপটিতে ১৬ ইঞ্চির বড় ডিসপ্লে দেয়া হয়েছে। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট-সংবলিত ডিসপ্লেটির রেজল্যুশন ২৫৬০X১৬০০ পিক্সেল। এতে শতভাগ ডিসিআই কালার গ্যামুট, ৫০০ নিটস ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৬:১০।
আসুসের নতুন গেমিং ল্যাপটপটিতে ইন্টেলের আই৭-১২৭০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ রয়েছে। ডিভাইসটিতে ১৬ জিবি ডিডিআরফাইভ র্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এম.২ সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) দেয়া হয়েছে। পাশাপাশি ৬ জিবি আরটিএক্স ৩০৬০ গ্রাফিকস প্রসেসিং ইউনিটও (জিপিইউ) রয়েছে। এতে ডুয়াল ডিসপ্লে ও থ্রি-মোড সুইচিং প্রযুক্তি রয়েছে। ল্যাপটপটিতে থাকা ৯০ ওয়াট আওয়ারের ব্যাটারিটি ১০০ ওয়াট পাওয়ার ডেলিভারি স্ট্যান্ডার্ড ফিচার-সম্পন্ন। উন্নত শাব্দিক অভিজ্ঞতার জন্য এতে ছয়টি ডলবি অ্যাটমস স্পিকারও রয়েছে।
থার্মাল সলিউশনের জন্য নতুন গেমিং ল্যাপটপটিতে গ্ল্যাসিয়ার কুলিং ২.০ প্রযুক্তি রয়েছে। কুলিং সিস্টেমটিতে ছয়টি হিট পাইপ, দুটি ফ্যান ও চারটি এয়ার আউটলেট বা বাতাস নির্গমন পথ রয়েছে। লিকুইড ক্রিস্টাল উপাদানের পাশাপাশি ডিভাইসে থাকা ফ্যানগুলোও ডাস্টপ্রুফ। আসুস রগ ম্যাজিক ১৬ ল্যাপটপটিতে অরা আরজিবি রয়েছে। ল্যাপটপ থেকেই ব্যবহারকারীরা এটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
কানেক্টিভিটি ও পোর্টের দিক থেকে নতুন ল্যাপটপে ওয়াই-ফাই ৬ই, ২টি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি মাইক্রোএসডি কার্ড রিডার, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি আরজে৪৫ নেটওয়ার্ক পোর্ট এবং একটি অডিও জ্যাক রয়েছে।
চীনের বাজারে শুধু কালো রঙেই ল্যাপটপটি কেনা যাবে। এর মূল্য ১ হাজার ৫৭১ ডলার বা ৯ হাজার ৯৯৯ ইয়ান। তবে আন্তর্জাতিক বাজারে ল্যাপটপটি বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।