আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ খুলে দিলেই মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের বিরোধ ও উত্তেজনা অনেকাংশে কমে যাবে। এমনটিই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়ির উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার।
তিনি বলেন, আমিরাত-ইসরায়েলের চুক্তিতে দুই পক্ষের মানুষই উচ্ছ্বসিত। ইসরায়েলিরা সৌন্দর্যমণ্ডিত দুবাই ঘুরতে উদগ্রীব হয়ে আছে। আর আমিরাতের মানুষ মুসলিম বিশ্বের পবিত্র আল আকসা মসজিদে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উভয় পক্ষের মধ্যে ফ্লাইট চলাচল নিয়েও আলোচনা চলছে। যদি তা সম্ভব হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যেই মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে।
তিনি আরো বলেন, আমিরাতের সঙ্গে চুক্তির কারণে বেশি সংখ্যক মুসলিম আল আকসায় আসতে পারবেন। শান্তি চুক্তির কারণে জেরুজালেম এখন আগের তুলনায় অনেক নিরাপদ।
কুশনার বলেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই চুক্তি অন্যতম বড় ঘটনা। ইসরায়েলের ৭০ বছরের ইতিহাসে এটি তৃতীয় চুক্তি। গত ২৬ বছরে প্রথম কোনো আরব রাষ্ট্র ইসরায়েলিদের সঙ্গে চুক্তি করতে সম্মত হলো। অনেকেই এই পদক্ষেপের সমালচনা করছেন। কিন্তু এই চুক্তির সুদূরপ্রসারী প্রভাব উপলব্ধি করতে পারছে না। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের সব সমস্যার সমাধান হবে।
গত বৃহস্পতিবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল ও আমিরাতের শান্তিচুক্তির কথা জানান।
এরপর শনিবার দুই পক্ষের মধ্যে প্রথম কোনো ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। একইদিন দুই পক্ষের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে প্রথমবারের মতো কথা বলেন। ইসরায়েল-আমিরাত রুটে সরাসরি ফ্লাইট চলাচলের ঘোষণাও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।