নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : রাজধানীর একটি হাসপাতালে হত্যার অভিযোগ ওঠা পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের লাশ গাজীপুরে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজা নামাজ শেষে তাকে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ি মাঠে আনিসুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, মেট্রোপলিটন পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে তাকে গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী ও নিহতের বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু খবরে তারা নিহতের বাড়িতে জড়ো হন এবং জানাজায় শরিক হন।
রেজাউল করিম জানান, চার ভাইবোনের মধ্যে আনিসুল করিম সবার ছোট। বাবা ফাইজুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। তাদের গ্রামে বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে। তারা সিটি করপোরেশনের বরুদা এলাকায় প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করছেন। আনিসুল করিমের পড়ালেখা জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বালক বিদ্যালয়, কাজী আজিম উদ্দীন কলেজ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। ৩১তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে তিনি চাকরিতে যোগদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।