লাইফস্টাইল ডেস্ক : অপেক্ষাকৃত রঙিন কাপড়ের সঙ্গে সাদা বা হালকা রঙের পোশাক ভিজিয়ে রাখা উচিত নয়। এতে হালকা রঙের পোশাকে গাঢ় রঙ লেগে যাওয়ার ঝুঁকি থাকে। রঙ লেগে গেলে সহজে উঠতে চায় না সাদা পোশাক থেকে। জেনে নিন এক কাপড়ের রঙ অন্য কাপড়ে লাগলে কীভাবে ওঠাবেন।
অনেক জায়গায় ছোপ ছোপ দাগ লাগলে
কাপড়জুড়ে অনেক জায়গায় ছোপ ছোপ দাগ লাগলে এই পদ্ধতিতে ওঠান। ২ মগ স্বাভাবিক তাপমাত্রার পানি নিন বালতিতে। এর মধ্যে ১ চা চামচ লবণ, দেড় চা চামচ ডিটারজেন্ট, ১ চা চামচ কাপড় কাচার সোডা ও একটি লেবুর রস মেশান। লেবুর রপ চিপে নেওয়ার পর খোসাটাও ফেলে দেবেন। একটা লম্বা হাতল দিয়ে নেড়ে মিশিয়ে নিন সব উপকরণ। এই পানিতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ডুবিয়ে রাখুন রঙ লেগে যাওয়া পোশাক। এরপর ধুয়ে কেচে নিন।
নির্দিষ্ট স্থানে দাগ লাগলে
একটি বা দুটি নির্দিষ্ট স্থানে দাগ লাগলে দাগের দুইদিকে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ঘষে নিন ভালো করে। কলের পানিতে ধুয়ে নিন পোশাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।