Advertisement
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লীগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) চারটি গ্রপের খেলা রয়েছে।
এক নজরে দেখে নিন চ্যাম্পিয়নস লিগে আজকের খেলার সময় সূচি:
গ্রুপ-‘এ’: গালাতাসারে বনাম ক্লাব ব্রুগ (রাত ১১:৫৫), রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি (রাত ২টা)।
গ্রুপ-‘বি’: টটেনহ্যাম বনাম অলিম্পিয়াকোস (রাত ২টা), রেড স্টার বেলগ্রেড বনাম বায়ার্ন মিউনিখ (রাত ২টা)।
গ্রুপ-‘সি’: ম্যান সিটি বনাম শাখতার ডোনেটস্ক (রাত ২টা), আতালান্তা বনাম ডিনামো জাগরেব (রাত ২টা)।
গ্রুপ-‘ডি’: মস্কো বনাম লেভারকুসেন (রাত ১১:৫৫), য়ুভেন্তাস বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (রাত ২টা)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।