স্পোর্টস ডেস্ক : ১২ বছর ইংলিশ ক্রিকেটের সাথে কাজ করার পর ইংল্যান্ড থেকে বিদায় নিচ্ছেন সাবেক প্রধান কোচ এ্যান্ডি ফ্লাওয়ার। ২০০৭ সালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পায় এ্যান্ডি ফ্লাওয়ার।
কাজ করার ঠিক দু বছর পর তার কাজে সন্তুষ্ট হয়ে প্রধান কোচেরই দায়িত্ব দিয়ে বসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে বেশ কিছু অর্জনও করে থাকে ইংল্যান্ড ক্রিকেট দল।
২০১১ সালে দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতা ছাড়াও ২০১০ সালের টি২০ বিশ্বকাপের স্বাদটা ইংল্যান্ড নেয় ফ্লাওয়ারের হাত ধরেই। বিদায়ী বেলায় তিনি বলেন, যদি আপনাকে কেও বিশ্বাস করে এবং বলে যে আপনি সেরা তবে সেক্ষেত্রে আপনি সেখানে কাজ করতে খুব আত্মবিশ্বাসী থাকবেন। যেমনটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আমাকে দেখিয়েছিলো। আর হয়তোবা সেজন্যই বোর্ডটির হয়ে এতো বছর কাজ করতে পেরেছি।
প্রসঙ্গত, ফ্লাওয়ার ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকেন ২০০৯-২০১৪ সাল পর্যন্ত। সুত্রঃ ক্রিকবাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।