রাঙামাটির দুই উপজেলার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোটের দিন দুয়েক কেন্দ্রে ছোটখাটো অভিযোগ উঠলেও কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১০ ইউনিয়নের ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। একটিমাত্র ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী অমর কুমার চাকমা। তিনি বালুখালী থেকে নির্বাচন করেছিলেন।
অন্য ইউনিয়নগুলোর মধ্যে সাপছড়ি ইউপিতে প্রবীণ চাকমা, বন্দুকভাঙ্গা ইউপিতে অমর চাকমা, জীবতলীতে সুদত্ত কার্বারি (চাকমা), মগবান ইউপিতে পুষ্প রঞ্জন চাকমা ও কুতুকছড়িতে কানন চাকমা জয়ী হয়েছেন। নানিয়ারচর উপজেলায় চারটি ইউপির মধ্যে বুড়িঘাটে প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউপিতে সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নে মিন্টু দেওয়ান ও নানিয়ারচর ইউনিয়নে বাপ্তি চাকমা জয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, এখানের ১০ ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।