স্পোর্টস ডেস্ক : জয়ে ফিরতে কলম্বোতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন। প্রেমাদাসার ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করা দল বাড়তি সুবিধা পেয়ে থাকে। সেই সুযোগটা কাজে লাগাতেই বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ম্যাচের একাদশে একটি বদল নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় খেলছেন স্পিনার তাইজুল ইসলাম।
হিসেবটা সহজ, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। কলম্বোতে ২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৯১ রানে জিতে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয় মানেই সিরিজের ট্রফিতে এক হাত। শ্রীলঙ্কা এখন সেই সুবিধাজনক অবস্থানে আছে। কলম্বোতে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই শ্রীলঙ্কার মিশন পুরো হবে। এই ম্যাচ জিতলেই তারা ৪৪ মাস পরে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজের ট্রফি জিতবে। আর বাংলাদেশ ২০১৭ সালের পর এই প্রথম টানা চারটি ওয়ানডে সিরিজ হারের শঙ্কায় পড়েছে।
সেই শঙ্কা কি এই ম্যাচে কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।