জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (অনু) (এনআইডি) বিভাগের মহাপরিচালক হিসেবে আবারও চুক্তিভিক্তিক নিয়োগ পেয়েছেন এ কে এম হুমায়ুন কবীর। তিনি বর্তমানে একই পদে দায়িত্ব পালন করছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায়ের মহাপরিচালক-গ্রেড-১ এর চুক্তিভিত্তিক নিয়োজিত এ কে এম হুমায়ুন কবীরকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে আগামী ২০২৩ সালের ২৪ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ কে এম হুমায়ুন কবীরকে ২০২১ সালের ৪ জানুয়ারি এক আদেশে এনআইডির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এনআইডির ডিজির দায়িত্ব নেওয়ার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।