স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনি। এরপর থেকে টেস্ট দলের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র এবাদত হোসেন। সামনে শ্রীলংকা সিরিজ। এমন সময়ে চোটে পড়লেন ডানহাতি এই পেসার। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো শ্রীলংকা সিরিজে খেলা অনিশ্চিত পেসার এবাদত হোসেনেরও।
দেশের এই তিন তারকা পেসার চোটাক্রান্ত হওয়ায় আগামী মাসে ঘরের মাঠে লংকানদের বিপক্ষে অনুষ্ঠিতব্য ঢাকা ও চট্টগ্রাম টেস্টে তাদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। তাকে ইংল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাসকিনের মতো একই অবস্থা তরুণ পেসার শরিফুলের। তিনিও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনুশীলনে চোট পেয়ে সিরিজের শেষ টেস্টের আগে তাসকিনের সঙ্গে দেশে ফেরেন। তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা করে যাচ্ছে বিসিবি।
তাসকিন-শরিফুলের পর চোটাক্রান্ত হয়ে পড়লেন পেসার এবাদত হোসেন।
বৃহস্পতিবার মিরপুরে ঢাকা লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে শেখ জামালের ফিজিও সজিবুল ইসলাম বলেন, এবাদত বোলিং করার সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন। তাকে মাঠ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন বিষয়টি আর ক্লাবের হাতে নেই। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি দেখছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানা যাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।