জুমবাংলা ডেস্ক : মা ইলিশ রক্ষা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি হেলিকপ্টারে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। আজ বুধবার (১৪ অক্টোবর) মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে চাঁদপুরের মোহনপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমান ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরো বাড়ানো হবে। সরকারের উন্নয়ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, করোনাকালে অনেক দেশে মানুষ না খেয়ে মারা যাওয়ার রেকর্ড আছে।
ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রপ্তানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো। এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ পুলিশ প্রধান ডি আই জি আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।