এবার ঢাকার বুকে আরো একটি বিশ্বকাপ

রোলার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পর রোলার স্কেটিং বিশ্বকাপের আয়োজক হতে যাছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো রোলার স্কেটিং বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন।

এর আগে ২০১৭ সালে রোলার স্কেটিং বিশ্বকাপের আয়োজন করেছিলো বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে রোলার স্কেটিং বিশ্বকাপ। এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বলেন, ‘আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি৷

রোলার
প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপেরও উদ্বোধনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সময় নিয়ে আমরা সেভাবে টুর্নামেন্টের সময়সূচি তৈরি করব।’

গত আসরে ৩৯টি দেশ অংশগ্রহণ করলেও এবার বেড়ে প্রায় ৫০ টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের খেলাগুলো হবে তিনটি ভেন্যুতে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এর পাশাপাশি হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও হবে বিশ্বকাপের ম্যাচ। রোলার স্কেটিং বিশ্বকাপে নারী ও পুরুষ দুই বিভাগে হবে খেলা।

বিশ্বকাপ শেষ বুমরাহর