স্পোর্টস ডেস্ক : বহু নাটকিয়তার পর পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ দল। তিন ধাপে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। এরই মধ্যে প্রথম ধাপে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। আগামী মাসেই দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে যাবে টাইগাররা।
এদিকে গত বছরের নভেম্বরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্চে ভারত সফর শেষে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এর আগে নিজেদের নিরাপত্তা দল পাঠাবে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন অথবা পাকিস্তান-বাংলাদেশ টেস্ট চলাকালীন সময়ে পাকিস্তানে যেতে পারে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা দল। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।