এবার সিগনেচার কালেক্ট করার ‘বিশ্বকাপেও’ ফ্রান্সকে হারালো আর্জেন্টিনা!

পেটিশনের আয়োজন

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে হারকে মেনে নিতে পারছে না অনেক ফরাসি সমর্থক। তারা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের জন্য পেটিশনের আয়োজন করেছে। ফরাসি সমর্থকদের এ ধরনের উদ্যোগের বিষয়টি খুবই ভাইরাল হয়েছে।

পেটিশনের আয়োজন

এখনো পর্যন্ত দুই লক্ষের অধিক সাইন সংগ্রহ করা গেছে এ পেটিশনের জন্য। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উল্টো দিকে আর্জেন্টাইন সমর্থকরা নতুন একটি পেটিশনের আয়োজন করেছে।

আর্জেন্টাইন সমর্থকরা এ পেটিশনের নাম দিয়েছে ‘ফ্রান্স স্টপ ক্রাইং’। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার এই পেটিশনের সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী ২ লক্ষ ৩৪ হাজার সাইন সংগ্রহ করা হয়েছে।

তার মানে ফ্রান্সের পেটিশনের থেকেও আর্জেন্টিনার পেটিশনের মধ্যে জনমত অনেক বেশি। এ ধরনের ঘটনা দেখে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে, সিগনেচার করার বিশ্বকাপেও ফ্রান্সকে পরাজিত করতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা।

ফ্রান্স এবং আর্জেন্টিনার সমর্থকদের পেটিশনের বিষয়টি বিশ্ব গণমাধ্যম এ খুবই ভাইরাল হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরে এবার সিগনেচার করার প্রতিযোগিতায় আর্জেন্টিনার কাছে পুনরায় ফ্রান্সকে হার মানতে হলো।

তবে ফ্রান্স এবং আর্জেন্টিনার সমর্থকরা তাদের পেটিশন যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার ইচ্ছা রাখে। তবে ফিফার নিয়ম অনুযায়ী পুনরায় ম্যাচ আয়োজন করার এ দাবি কখনো গ্রহণ করা হবে না।

এক্ষেত্রে ফিফার কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। রেফারির দেওয়া কোন সিদ্ধান্ত পছন্দ না হলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা যায়। এভাবে পেটিশন করে পুনরায় ম্যাচ আয়োজন করা ফিফার নিয়ম বহিভূর্ত।