স্পোর্টস ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন এসি মিলানের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জেতানো ফরোয়ার্ডের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে মিলান।
সিরি’আ লিগের ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে প্রাতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, বিদায় সত্যিকারের রোজোনোরি কিংবদন্তি। আপনি আমাদের সবাইকে আলোকিত করেছিলেন এবং আপনাকে সবাই মিস করবে। শান্তিতে ঘুমান পিয়েরো।
পিয়েরিনো প্রাতি বিখ্যাত ছিলেন ১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য।
মিলানের জার্সিতে প্রাতি ১৯৬৭-৬৮ মৌসুমে সিরি’আ জিতেন এবং ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ মৌসুমে টানা দু’বার কোপা ইতালিয়া শিরোপা জিতেন। ১৯৬৯ সালে জিতেন ইউরোপিয়ান কাপ।
জাতীয় দলের জার্সিতে ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেন প্রাতি। ১৯৭০ বিশ্বকাপে রানার্স-আপ হয় ইতালি। আর সে দলের সদস্য ছিলেন তিনি।
উয়েফার হিসেবে, প্রাতি মিলানের হয়ে ১৪১ ম্যাচে ৭২ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৭ গোল। মিলান ছাড়াও প্রাতি আরও দুই ইতালিয়ান ক্লাব রোমা এবং ফিওরেন্তিনায় খেলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



