স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের দুই দল ওয়েলস ও ইংল্যান্ড।
শেষ ষোলোতে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্টের। অর্থাৎ ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত ছিল।
আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে আলো ছড়ালেন ইল্যান্ডের মার্কাস র্যাশফোর্ড।
তার জোড়া গোলের নৈপুন্যে ৩-০ ব্যবধানে জিতল গ্যারেথ সাউথগেটের দল। অন্য গোলটি ফিল ফোডেনের।
জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো এক ম্যাচে জোড়া গোল করলেন মার্কাস র্যাশফোর্ড।
একটি পয়েন্ট পেলেই প্রাথমিক লক্ষ্য পূরণ হতো ইংলিশদের। তবে শক্তিশালী দলটি সেই ভাবনাতেই গেল না।
ছন্নছাড়া ওয়েলসের ওপর শুরু থেকেই চাপ বাড়ায় তারা। আর বিরতির পর রাড়িয়ে দিল আক্রমণের ঢেউ। তাতে ভেসে গেল ওয়েলসের স্বপ্ন। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।