ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সরব হলেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফের ওসমান হাদি হত্যার বিচারের দাবি তোলেন রাবেয়া।

নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে রাবেয়া বলেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার।
তিনি আরও বলেন, জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের মুখ ওসমান হাদি (৩২) গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে সন্ত্রাসীদের হামলায় আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে।
তবে চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির জীবনাবসান ঘটে। পরে গত ২০ ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির সমাধি পাশে শায়িত করা হয় শহীদ শরিফ ওসমান হাদিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


