
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। চোটে পড়া নেইল ওয়াগনারের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে পেসার ম্যাট হেনরিকে।
প্রথম টেস্টে ১০১ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। সে ম্যাচে আঙুলে চোট পান বাঁহাতি পেসার নেইল ওয়াগনার। তার সুস্থ হতে কমপক্ষে ৬ সপ্তাহ লাগবে। এদিকে বল হাতে দারুণ ফর্মে আছেন ম্যাট হেনরি। সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে পাকিস্তান শাহীনের (এ দল) বিপক্ষে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।
আগামী ৩ জানুয়ারি হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সে টেস্টে জিততে বা ড্র করতে পারলেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে কিউইরা।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং। সূত্র: ক্রিকইনফো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।