স্পোর্টস ডেস্ক : আট দলকে নিয়ে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় নারী ডিউবল প্রতিযোগিতা। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
এ সময় আনসারের সহকারী পরিচালক ও ডিউবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রায়হান উদ্দিন ফকির, সাধারন সম্পাদক বিএম শহিদুজ্জামান এবং কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান দীন ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ আনসার, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি, শেখ রাসেল একাডেমি, ডিউবল ট্রেনিং সেন্টার, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।