স্পোর্টস ডেস্ক: আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে প্রথমবার অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রোহিত শর্মা। তার আগে রোহিত জানিয়ে দিলেন, জাতীয় দলে কোন ধারা বজায় রাখতে চান তিনি।
রোহিত বলেছেন, বিরাট যখন অধিনায়ক ছিল, তখন আমি সহ-অধিনায়ক ছিলাম। সে যে জায়গায় দলকে রেখেছে, সেখান থেকেই আমি এগিয়ে নিতে চাই। প্রত্যেকে দলের থেকে ভাল পারফরম্যান্সই আশা করে। যে ভাবে আমরা খেলেছি সে ভাবেই খেলব। খুব বেশি পরিবর্তনের দরকার নেই। শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখার কথাই আমরা বলেছি। এমন নয় যে আমি এসে সব কিছু বদলে দেব। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব বোঝানোও আমার কাজ হতে চলেছে।
টেস্ট দলেও তাকে অধিনায়ক করা হবে এ প্রসঙ্গে রোহিত বলেছেন, এই মুহূর্তে আমার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া। বেশি দূরে তাকাতে এখনই রাজি নই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে হোয়াইট ওয়াস হয়েছে ভারত। রোহিত জানালেন, সেই সিরিজ হার তাদের কাছে বিরাট শিক্ষা। তিনি বলেন, গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম বার এক দিনের সিরিজ হারলাম। না হলে এক দিনের ফরম্যাটে আমাদের জয়ের হার ৭০ শতাংশেরও বেশি। যদি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয় তা হলে আমরা রাজি। কিন্তু বাকি দলগুলি যা করছে তা আমাদেরও করতে হবে এমন কোনো মানে নেই। ওদের দল আলাদা, সেট-আপ আলাদা। প্রত্যেকের সঙ্গে কথা বলে দরকারি কোনো কিছু পরিবর্তন করার থাকলে সেটা করব। কিন্তু তাড়াহুড়ো করে পুরো প্রক্রিয়াটাকে বদলে দিতে রাজি নই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।