জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে সাগরের জোয়ার আর ঢেউয়ের আঘাতে অস্বাভাবিকভাবে ভাঙছে সৈকতের তিন কিলোমিটার এলাকা। উপড়ে পড়ছে শত শত ঝাউগাছ। হুমকির মুখে সৈকতের পাড় ঘেঁষা কয়েকটি সরকারি স্থাপনাও। তবে ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
আছড়ে পড়ছে সমুদ্রের ভয়ংকর সব ঢেউ। তাই ভাঙছে পাড়। সাগরের ভয়াল আঘাতে এই ভাঙন কক্সবাজারের লাবনী সৈকত পয়েন্টে। একইভাবে ভাঙছে ডায়াবেটিস হাসপাতাল এলাকায়। প্রতিদিনই উপড়ে পড়ছে শত শত ঝাউগাছ।
ভাঙনের কবলে এরকম অন্তত ৩ কিলোমিটার এলাকা। এতে হুমকির মুখে ট্যুরিস্ট পুলিশের ওয়াচ টাওয়ার, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রসহ নানা স্থাপনা।
দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভাঙলেও তা তীব্র হয়েছে গেল এক সপ্তাহে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাগরের উচ্চতা বাড়ায় এই ভাঙন আরও বাড়বে বলে আশঙ্কা খোদ পানি উন্নয়ন বোর্ডের। তবে ভাঙ্গন রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
গত এক সপ্তাহে অস্বাভাবিক জোয়ার ও ঢেউয়ের কারণে উপড়ে পড়েছে সৈকতের প্রতিরক্ষাদেয়াল হিসেবে পরিচিত ৫ হাজারের বেশি ঝাউগাছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।