জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। এসব বন্ধে সোমবার রাতে পর্যটন এলাকার কটেজ জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে।
অভিযানে শহরের লালদিঘি পাড়ের পাঁচতারা ও আহসান বোডিংয়ে অভিযান চালিয়ে ৭ জন নারী ও ১৪ জন পুরুষকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
এসময় বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম, যৌন উত্তেজক মেডিসিনসহ ২ বস্তারও অধিক কনডম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ওসি অপারেশন মো. সেলিম ও উপ পরিদর্শক আনোয়ার।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে। পাশাপাশি মামলায় কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের জিয়া হোটেল : কি ঘটেছিল, পাওয়া গেল সিসিটিভির ফুটেজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।