জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় লোকালয়ের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্চ্যাঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, যেখানে হাতিটি মরে পড়ে আছে ঠিক তার উপরে ১০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার রয়েছে। তারটি মাটি থেকে খুব উঁচুতে না হওয়ায় হাতির সংস্পর্শে এসেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আগেও এখানে এ রকম কয়েকটি ঘটনা ঘটেছে। তারটি খুবই নিচুতে অবস্থিত। হাতির দল এই জায়গা দিয়ে যাতায়াত করতো। হাতিটি শুঁড় দিয়ে তারটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে।’
কক্সবাজার বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘যেখানে হাতিটি মারা গেছে, জায়গাটি বনভূমির মধ্যে পড়েনি। এটি আবদুল মাবুদ মাস্টার নামে একজনের জায়গা। ঘটনাটি দুঃখজনক। ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।