জুমবাংলা ডেস্ক: ভারত সীমান্তবেষ্টিত দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বিকালে উপজেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটির এক জরুরি বৈঠকে হাকিমপুর উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ আরোপ করেছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম।
ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো— হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালু থাকবে, হাটবাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকাল ৪টার পর জরুরি সেবা ব্যতীত কোনো দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকাল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না, কেউ করোনায় আক্রান্ত হলে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে।
দিনাজপুরে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১৫ জুন সকাল ৬টা থেকে আগামী ২১ জুন রাত ১২টা পর্যন্ত ১৩ দফা কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
পাশাপাশি গত সোমবার দিনাজপুরের হাকিমপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটিও একই সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় গত ১৫ দিনে ৫৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৩৭১ জন এবং মারা গেছে ছয়জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



