কমপ্লিট শাটডাউন তুলে নেন: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নুরজাহান বেগম

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

উপদেষ্টা নুরজাহান বেগম

একই সঙ্গে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান উপদেষ্টা। এ সময় তিনি চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সারা দেশের শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন চিকিৎসকরা।

দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিকমতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শাটডাউন তুলে নেন।

মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারও উজাড় করে দেন।’
শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে।

শ ম রেজাউল-মন্নুজানসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সমস্যা সমাধানে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকরা চার দফা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন।