আন্তর্জাতিক ডেস্ক : স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। তার উপর হঠাৎ করেই স্ত্রীর করোনা ভাইরাস শনাক্ত হলো। তাতে কলহ আরও বেড়ে যায়। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। স্ত্রী যায় না। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত নিজের স্ত্রীকে একটি সুউচ্চ ভবনের ৫ তলা থেকে ফেলে দেন ওই পাষণ্ড স্বামী। মিশরে ঘটে যাওয়া এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫তলা ভবন থেকে পড়েও কাকতালীয়ভাবে ওই নারী প্রাণে বেঁচে গেছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। ইতোমধ্যে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে তদন্তের জন্য কারাগারে পাঠিয়েছে।
ওই নারীর স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তার মাঝেমধ্যেই দাম্পত্য কলহ হতো। এমনকি তারা ছাড়াছাড়িরও সিদ্ধান্ত নিয়েছিলেন। এরইমধ্যে তিনি জানতে পারেন তার স্ত্রী করোনায় আক্রান্ত। এ নিয়েও কলহ হয়। এক পর্যায়ে স্ত্রীকে তিনি ৫ তলা থেকে ফেলে দেন।
পাষণ্ড স্বামী আরও বলেন, ‘আমার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে তিনবার নমুনা পরীক্ষা করায়। তিনবারই তার করোনা পজিটিভ আসে। আমি তাকে বাসা থেকে চলে যেতে বলেছিলাম। সে যায়নি। তাই তাকে ফেলে দিয়েছিলাম।’
ইতোমধ্যে ওই স্বামীর বিরুদ্ধে হ’ত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই নারীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। আহত নারীর জবানবন্দি নেয়ার পরই শুরু হবে বিচারকাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।