আন্তর্জাতিক ডেস্ক : এ ভাইরাসে সংক্রমিত ব্রাজিলের এক কর্মকর্তার সংস্পর্শে আসেন তিনি। তিনি বলেন, পরীক্ষার পরিকল্পনা নেই। খবর বিবিসি’র।
হোয়াইট হাউস বলেছে, ব্রাজিলের ওই কর্মকর্তাকে স্পর্শ করেননি ট্রাম্প; সুতরাং এখনই তার করোনার পরীক্ষার দরকার নেই।
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা গেঝে, তিনি ওই ব্যক্তির (ব্রাজিলের প্রেসিডেন্টর জনসংযোগ সচিব ফ্যাবিও ওয়াংআরটেন) পাশে দাঁড়িয়ে আছেন। তারা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন ফ্যাবিও। তার সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসডেন্ট মাইক পেন্স।
ব্রাজিলের কর্মকর্তা টুইটারে ছবি দিয়ে লিখেছেন, মেইক ব্রাজিল গ্রেট এগেইন। ট্রাম্পের হাতে এই বাক্য লেখা ক্যাপও ছিল।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। কয়েক মাসের মধ্যে বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৮৮ জনে। মারা গেছে ৪ হাজার ৬১৪ জন।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। মারা গেছে ৩৮ জন। কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে ইউরোপ থেকে সে দেশে ভ্রমণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



