Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home করোনার টিকা: লিভার রোগীদের জন্য ডা. স্বপ্নীলসহ তিন চিকিৎসকের পরামর্শ
    Coronavirus (করোনাভাইরাস) লাইফস্টাইল স্বাস্থ্য

    করোনার টিকা: লিভার রোগীদের জন্য ডা. স্বপ্নীলসহ তিন চিকিৎসকের পরামর্শ

    জুমবাংলা নিউজ ডেস্কFebruary 19, 20215 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক: বাংলাদেশে এখন কোভিড-১৯ ভ্যাকসিন সফলভাবে রোল করা হচ্ছে। শুরুর দিককার সংশয়গুলো কাটিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে রেজিস্ট্রেশন করছে, টিকা নিচ্ছে। এমনি পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তারা টিকা নিতে পারবেন কি না, কারণ অনেকেই ভুগছেন অনেক রকম রোগে। আমরা যারা লিভার বিশেষজ্ঞ, আমাদের হরহামেশাই রোগীদের কাছ থেকে এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সে কারণেই এই লেখাটির অবতারণা, যাতে আমাদের লিভারের রোগীরা কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার আগে কোনো রকম সংশয়ে না ভোগেন।

    অতি সম্প্রতি এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের কোভিড টাস্কফোর্সের উদ্যোগে একটি বৈজ্ঞানিক নিবন্ধ হেপাটোলজি ইন্টারন্যাশনাল নামে একটি স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। আর এ মাসেই আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ প্রকাশ করেছে লিভার রোগীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন-সংক্রান্ত তাদের কনসেনসাস স্টেটমেন্ট। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারও প্রকাশ করেছে তাদের কোভিড-১৯-সংক্রান্ত পজিশন পেপার।

    বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের পক্ষ থেকে দেশের লিভার রোগীদের ভ্যাকসিন নেয়ার সুবিধার্থে এই পরামর্শমূলক প্রবন্ধটি লেখার সময় আমরা এই প্রতিটি প্রকাশনা গভীরভাবে পর্যালোচনা করেছি।

    বাংলাদেশে এখন কোভিড-১৯-এর যে ভ্যাকসিনটি ব্যবহার করা হচ্ছে, তার নাম কোভিশিল্ড। এটি একটি এডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, অর্থাৎ এতে আছে শিম্পাঞ্জির একধরনের এডিনোভাইরাস, যা না শিম্পাঞ্জি না মানুষের শরীরে কোনো ইনফেকশন করতে পারে। কাজেই এটি মানুষের জন্য শতভাগ নিরাপদ। কোভিশিল্ড খুব কার্যকরভাবে এমনকি লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর দেহেও ‘সার্স-কোভ-২’-এর বিরুদ্ধে প্রতিরোধক এন্টিবডি তৈনি করে। মনে রাখতে হবে, কোভিশিল্ডের আসল সার্স-কোভ-২ ভাইরাসটির নামগন্ধও নেই। কাজেই কোভিশিল্ড নিয়ে কারো সার্স-কোভ-২’তে আক্রান্ত হওয়ার আশঙ্কাও নেই।

    আমরা জানি যে সার্স-কোভ-২ ভাইরাসটির মিউটেশন হচ্ছে। মিউটেশন আসলে যেকোনো ভাইরাসেরই ধর্ম আর সার্স-কোভ-২-ও এর কোনো ব্যতিক্রম নয়। তবে মাথায় রাখতে হবে, ভবিষ্যতে ভাইরাসটির মিউটেশন হবে এই আশঙ্কায় এখন কোভিশিল্ড না নেয়ার কোনো যুক্তি থাকতে পারে না।

    প্রথম ডোজটি নেয়ার চার থেকে বারো সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজটি নিতে হয়। একেক দেশ একেকভাবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের সময় নির্ধারণ করেছে। বাংলাদেশের জন্য এখন তা আট সপ্তাহ। যারা একবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন, তারাও কোভিড-১৯ নেগেটিভ হওয়ার এক মাস পরই কোভিশিল্ড নিতে পারবেন।

    কোভিশিল্ড নেয়ার পর ইনজেকশন নেয়ার জায়গাটিতে ব্যথা হতে পারে, তবে এই ব্যথা ১ শতাংশের চেয়ে কম মানুষের ক্ষেত্রে তীব্র হয়ে থাকে। ভ্যাকসিন নেয়ার পর হালকা জ্বর, গায়ে ব্যথা কিংবা মাথাব্যথা হতে পারে। সাধারণত অল্প বয়সীদের ক্ষেত্রে এসব সমস্যা বয়স্কদের চেয়ে বেশি দেখা যায়। কোভিশিল্ড নেয়ার পর কাশি বা স্বাসকষ্ট হয় না বললেই চলে।

    কোন লিভার রোগীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেয়া জরুরি

    এশীয়-প্রশান্ত মহাসাগরীয় লিভার অ্যাসোসিয়েশনের কোভিড-১৯ টাস্কফোর্সের গবেষণায় উঠে এসেছে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের কোভিডে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি। আর মৃত্যু না হলেও আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যে এ ধরনের রোগীদের লিভার কোভিড-১৯-এর কারণে অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে এবং সেখান থেকে লিভার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অনেক সময়ই সম্ভব না-ও হতে পারে। কাজেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের অবশ্যই কোভিশিল্ড নিয়ে নিতে হবে। বিশেষ করে যেসব লিভার সিরোসিস রোগীকে ডিকমপেনসেশন বা লিভার ফেইলিউর আছে, তাদের জন্য এটি আরো বেশি জরুরি।

    আমাদের দেশে অনেক মানুষ আছেন, যারা লিভার ট্রান্সপ্লান্টেশন করেছেন। তাদেরও কোভিশিল্ড নেয়ায় কোনো বাধা নেই। এমনকি ভ্যাকসিনটির দুটি ডোজ নেয়ার মাঝেও লিভার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে।

    পাশাপাশি লিভার ক্যানসারে আক্রান্ত রোগীরাও কোভিশিল্ড নিতে পারবেন। এমনকি যেসব লিভার ক্যানসার রোগী সোরাফেনিব বা লেনভাটেনিব খাচ্ছেন বা যারা আরএফএ বা টেইস করিয়েছেন, তারাও নিশ্চিন্তে এই ভ্যাকসিনটি নিতে পারবেন।

    আর যাদের লিভার অতটা খারাপ নয়, অর্থাৎ যারা হেপাটাইটিস-বি বা সি ভাইরাসে আক্রান্ত অথবা যাদের ফ্যাটি লিভার আছে, তাদেরও কোভিশিল্ড নিতে হবে। পাশাপাশি তারা তাদের নিয়মিত ওষুধগুলোও খেয়ে যাবেন। আর কোভিশিল্ড নেয়ার পর লিভার ট্রান্সপ্লান্টেশনের রোগী, যাদের ইমিউন সাপ্রেসিভ ওষুধ খেতে হয়, তারাও তাদের নিয়মিত ওষুধগুলো চালিয়ে যাবেন।

    যেসব লিভার রোগীর কোনো রকম অ্যালার্জির সমস্যা আছে, কোভিশিল্ড নেয়ার পর তারা ভ্যাকসিনেশন সেন্টারে ৩০ মিনিট পর্যবেক্ষণে থাকবেন।

    যা করবেন না

    লিভারে যাদের জটিল রোগ আছে, যেমন লিভার সিরোসিস বা লিভার ক্যানসার, তাদের জন্য প্যারাসিটামল ও এনএসএআইডি-জাতীয় ওষুধগুলো নিরাপদ নয়। কাজেই কোভিশিল্ড নিলে ইনজেকশন নেয়ার জায়গায় ব্যথা হতে পারে কিংবা জ্বর আসবে, এই আশঙ্কায় আগেভাগেই এ ধরনের ওষুধ গ্রহণ করা উচিত হবে না। যদি এ ধরনের কোনো রোগীর ভ্যাকসিন নিয়ে এমনি কোনো সমস্যা হয়ই, সে ক্ষেত্রে তারা প্যারাসিটামল খেতে পারবেন। কোভিশিল্ড নেয়ার আগে বা পরে লিভার রোগীরা তাদের নির্ধারিত ওষুধগুলো চালিয়ে যাবেন।

    শেষকথা

    আমরা যারা চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেছি, তারা শিখে বড় হয়েছি যে ন্যাচারাল ইনফেকশনই সবচেয়ে বড় টিকা। সমস্যা হচ্ছে, কোভিড-১৯-এর বেলায় এটি এখনো প্রমাণিত নয়। বরং যা প্রমাণিত তা হলো যে একবার কোভিড হওয়ার পরও দফায় দফায় কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কাজেই কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর কোভিড-১৯ এন্টিবডি টেস্ট পজিটিভ থাকা মানেই কোভিড-১৯ থেকে সুরক্ষা নয়। এ কারণেই কোভিশিল্ড নেয়ার আগে-পরে এন্টিবডি পরীক্ষার সুপারিশ কোনো দেশে কোনো সংস্থাই করে না। বাংলাদেশের বেলাতে তেমনটাই প্রযোজ্য।

    কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমাদের মাস্ক পরা বাদ দেয়া চলবে না। পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা, অহেতুক জনসমাবেশে না যাওয়া আর বারবার হাত ধোয়ার সেই চিরায়ত পরামর্শগুলোও মেনে চলতে হবে। মনে রাখতে হবে, ভ্যাকসিন নেয়া আর স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই আমরা আমাদের ‘নিউ নরমাল’ জীবনকে আবারো ‘ওল্ড নরমালে’ ফিরিয়ে নিতে পারব।

    লেখক: ১. অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    ২. ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, সিনিয়র রিসার্চার, এহিমে বিশ্ববিদ্যালয়, জাপান।

    ৩. ডা. পার্থপ্রতীক রায়, লিভার বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    (করোনাভাইরাস) coronavirus করোনার চিকিৎসকের জন্য টিকা ডা. তিন পরামর্শ রোগীদের লাইফস্টাইল লিভার স্বপ্নীলসহ স্বাস্থ্য
    Related Posts
    বুকের দুধ

    নবজাতককে বুকের দুধ খাওয়ানো নিয়ে যত ভুল ধারণা

    July 3, 2025
    আত্মনির্ভরশীল জীবনযাপনের কৌশল

    আত্মনির্ভরশীল জীবনযাপনের কৌশল: সুখী জীবনের সেই গোপন রাস্তা, যেখানে জ্বলবে নিজের আলো

    July 3, 2025
    কম খরচে ভালো ফ্যাশন

    কম খরচে ভালো ফ্যাশন: স্টাইলিশ হোন অল্প দামে

    July 3, 2025
    সর্বশেষ খবর
    Cumilla

    কুমিল্লায় ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেফতার ৪

    কুমিল্লার এসপি

    আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: কুমিল্লার এসপি

    Lava O2

    Lava O2 বাংলাদেশে দাম, স্পেসিফিকেশন, রিভিউ: বাজেটে সর্বোচ্চ পারফরম্যান্সের দাবিদার?

    Redmi A3

    Redmi A3 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    বুকের দুধ

    নবজাতককে বুকের দুধ খাওয়ানো নিয়ে যত ভুল ধারণা

    ওয়েব সিরিজ

    বিশ্ব কাঁপানো রোমান্সের ভরপুর এই ওয়েব সিরিজগুলো, না দেখলে মিস করবেন

    আত্মনির্ভরশীল জীবনযাপনের কৌশল

    আত্মনির্ভরশীল জীবনযাপনের কৌশল: সুখী জীবনের সেই গোপন রাস্তা, যেখানে জ্বলবে নিজের আলো

    কম খরচে ভালো ফ্যাশন

    কম খরচে ভালো ফ্যাশন: স্টাইলিশ হোন অল্প দামে

    Satu

    সেতু কর্তৃপক্ষে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

    ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার উপায়

    ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার উপায়: সহজ পদ্ধতি!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.